টিপ্পনী:

 

খবর: (পালিয়ে এসেও ঘর বাঁধা হলো না আশিক-শ্রাবন্তীর)

 

ঘর পালিয়ে ঘর কি বাঁধা যায়

বাড়া ভাতে পড়তে পারে ছাই

হিসাব করে পথে চলো

হিসাব করে কথা বলো

নইলে বাবা সব যাবে গোল্লায়!

 

ঘর পালিয়ে ঘর ছেড়ো না বাবা

বাইরে গিয়ে কেমন করে খাবা

পড়বে কি আর মাংস পাতে

ঘুরতে হবে এঁটো হাতে

ঘরের মতো সুখ কি খুঁজে পাবা!

 

পিরিত টিরিত ঘরে বসেই করো

ধরবা স্বামী বাড়ি থেকেই ধরো

বাইরের টান ভোলো ভোলো

বয়স কতো পুরো ষোলো

বুঝে শুনে প্রেমের মরা মরো!

 

-আহাদ আলী মোল্লা