গাংনীর পুলিশ সদস্য আলাউদ্দীন হত্যা মামলার সন্দেহজনক আসামি গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার পীরতলা ক্যাম্পের কনস্টেবল আলাউদ্দীন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তাহাজত হোসেন সোহেলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বলিদাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ। সে ওই গ্রামের আব্দুল মালেক মণ্ডলের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, মঙ্গলবার ভোরে গাংনী থানার ওসি (তদন্ত) মিরপুর উপজেলার বলিদাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। মোবাইল কললিস্ট যাচাই করলে হত্যাকাণ্ডের সাথে সোহেলের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। জিজ্ঞাসাবাদ শেষে গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ২৪ জুলাই রাতে পীরতলা পুলিশ ক্যাম্পের কনস্টেবল আলা উদ্দীনসহ তিন পুলিশ সদস্য সাহেবনগর তালতলা নামক স্থানে মাদকব্যবসায়ীদের মাইক্রোবাস আটক করতে গেলে আলা উদ্দীনকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় মাদকব্যবসায়ীরা। পরদিন মিরপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। তবে মামলার এজাহারভুক্ত আসামিরা এখনো গ্রেফতার হয়নি।

Leave a comment