ঝিনাইদহের শৈলকুপায় গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বড়মৌকুড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো- ওই গ্রামের ছমির উদ্দিন (৭০) ও তার ছেলে আব্দুল ওহাব (৪০), আব্দুল ওহাবের স্ত্রী পারভীন খাতুন (৩০) ও মেয়ে উর্মি খাতুন (১৮), সুমী খাতুন (১৫), জান্নাত (১৩), তোহাব আলী (৩৫) ও স্ত্রী করুনা খাতুন (৩৩), আব্দুল গণি মণ্ডলের ছেলে নিজাম উদ্দিন (৪৫) ও তার স্ত্রী কল্পনা খাতুন (৩৫)। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি এমএ হাশেম খান বলেন, বড়মৌকুড় গ্রামের জালাল উদ্দিনের গরু মিজানুর রহমানের ক্ষেতের ধান খায়। এ নিয়ে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু পক্ষের লোকজন ঢাল, ভেলা, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।