পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে জীবননগরে শিক্ষকদের মতবিনিময়

জীবননগর ব্যুরো: ১ জুলাই থেকেই শিক্ষকদের শর্তছাড়া নতুন পে-স্কেলভুক্ত করতে সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষক সমিতি (বাশিস) নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জীবননগর থানা পাইলট বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে সভাপতিত্ব করেন উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন।

প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের প্রফেসর শেখ সেলিম। প্রধান অতিথি বলেন, কোনো শর্ত ছাড়াই বেরসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জুলাই থেকে পে-স্কেলভুক্ত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাশিস চুয়াডাঙ্গা জেলার সভাপতি তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, সদর উপজেলা সভাপতি গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, চুয়াডাঙ্গা জেলা বাশিস’র সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম ও কোষাধ্যক্ষ মজিবুল হক।

জীবননগর শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, জীবননগর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউছুপ আলী, আসাদুজ্জামান, মুহাম্মদ আব্দুস সালাম, আব্দুর রহমান, হাসান ইমাম, জাহাঙ্গীর আলম, তৌফিকুর রহমান ছানোয়ার হোসেন, বাকি বিল্লাহ প্রধান ও রেজাউল ইসলাম।