চুয়াডাঙ্গায় রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে ব্যাংকে মোটরসাইকেল মালিকদের ভিড়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড়বাজার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) মোটরসাইকেলসহ পরিবহনের যাবতীয় টাকা জমা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পরিবহন মালিকদের। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ব্যাংকের সামনে টাকা জমা দিতে মালিকদের লম্বা লাইন দেখা গেছে।

সম্প্রতি চুয়াডাঙ্গায় নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশসহ প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এর ফলে মোটরসাইকেল মালিকরা প্রতিদিন ভোর থেকেই বড়বাজার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ভিড় করছেন। এতে ব্যাংকের গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।

বিআরটিএ চুয়াডাঙ্গা কার্যালয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে রেজিস্ট্রেশন করতে ৯০ কেজির ওপরে ১০০ সিসি মোটরসাইকেল ১৯ হাজার ৬৬৩ টাকা, ৯০ কেজির নিচে ১০০ সিসি মোটরসাইকেল ১৩ হাজার ৯১৩ টাকা, ১০০ সিসির ওপরে মোটরসাইকেল ২১ হাজার ২৭৩ টাকা এবং সর্বনিম্ন ৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল ১৩ হাজার ৯১৩ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া বাস-ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোসহ বিভিন্ন প্রকার যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও লাইসেন্সের টাকাও একমাত্র ইউসিবিতে জমা নেয়া হয়ে থাকে।

এ ব্যাপারে জানতে চাইলে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা মো. সানাউল্লাহ জানান, প্রতিদিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা নেয়ার কথা থাকলেও গ্রাহকদের চাহিদার কারণে বিকেল ৪টা পর্যন্ত টাকা গ্রহণ করা হয়। প্রতিদিন ৭০ থেকে ৮০ জন পরিবহন মালিকের কাছ থেকে পরিবহনের যাবতীয় টাকা জমা নেয়া হয়।

Leave a comment