কোটচাঁদপুর প্রতিনিধি: পুলিশ আতঙ্কে ডাকাতির ঘটনা আড়াল করছেন পৌর এলাকার বাজেবামনদহ গ্রামের এক গৃহকর্তা। তিনি পেশায় একজন হোটেলব্যবসায়ী। গত ২৬ জুলাই বাজেবামনদহ গ্রামের পালপাড়ায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ওই দিন গভীর রাতে মূল গেটের তালা ভেঙে ডাকাতরা ঘরে ঢোকে। এরপর ৪-৫ জনের অস্ত্রধারী ডাকাতদল তার স্ত্রী ময়না খাতুন ও সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘণ্টাব্যাপি ডাকাতি করে। এ সময় ডাকাতরা স্টিল আলমারিতে থাকা নগদ ৫০ হাজার টাকা, ৩টি স্বর্ণের আংটি, ২ জোড়া কানের দুল, ১ জোড়া নূপুর, ২টি মোবাইলফোন, ৩টি টর্চলাইট ও কাপড় চোপড়সহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা আমিরুল ইসলাম ২৭ জুলাই থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ডাকাতির ঘটনাটি এড়াতে চুরি বলে আখ্যা দেয়। এ ব্যাপারে সাংবাদিকরা গৃহকর্তা আমিরুলের সাথে কথা বললে, তিনি ডাকাতির ঘটনা অস্বীকার করে তার বাড়িতে চুরি হয়েছে বলে দাবি করেন। এদিকে ২৮ জুলাই সকালে এ প্রতিনিধি ওই বাড়িতে প্রকৃত তথ্য জানতে গেলে গৃহকর্তার স্ত্রী ময়না খাতুনসহ স্থানীয়রা ডাকাতির ঘটনা স্বীকার করেন। অথচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ কবীর বলছেন, কোনো ডাকাতি হয়নি। ওই বাড়িতে ছোটখাট চুরি সংঘটিত হয়েছে।
উল্লেখ্য, ৬ মাস আগে একই এলাকার মৃত আজিজ ড্রাইভারের বাড়িতে অস্ত্রধারী ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে সোনার গয়না, নগদ অর্থসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে। কিন্তু সে সময় অনেক চেষ্টা করার পরও পুলিশ মামলা নেয়নি বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এহেন ভূমিকায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।