শৈলকুপায় থ্রি হুইলার চালানোর দাবিতে সংবাদ সম্মেলন

 

শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় থ্রি-হুইলার চালানোর দাবিতে শৈলকুপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে থ্রি-হুইলার মালিক সমিতি। সম্মেলনে মালিক সমিতির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি সিরাজ জোয়ার্দ্দার। তাদের অভিযোগ থ্রি হুইলার গাড়ির সরকারি অনুমোদন থাকলেও স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালীদের চাপে প্রশাসনিক সহযোগিতা পাচ্ছে না, বরং পুলিশ প্রশাসনের সাথে পরস্পর যোগসাজশে মিনিবাস মালিক সমিতি নানা কৌশলে থ্রি-হুইলার গাড়ি চলতে বাধা প্রদান করছে। তারা অভিযোগ করছে সরকারের ভ্যাট-ট্যাক্স দিলেও কেনো তাদের গাড়ি রাস্তায় চলতে দেয়া হবে না।

লিখিত বক্তব্যে আরো জানানো হয়, শৈলকুপার এলজিইডি’র আওতাধীন গাড়াগঞ্জ-হাটফাজিলপুর রাস্তায় দীর্ঘদিন জোরপূর্বক মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে প্রশাসন দিয়ে গাড়ি বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলার বিভিন্ন রাস্তায় অবৈধযান নসিমন, করিমন, আলমসাধু, ভটভটিসহ নানা আঞ্চলিক যানবহনে বাধা না দিলেও হাটফাজিলপুর রোডে পরিবেশ বান্ধব এ গাড়ি চলতে বাধা দেয়া হচ্ছে। বেশিরভাগ ঋণগ্রস্ত মালিক ও চালকগণ মানবেতর জীবনযাপন করছে। এ ব্যাপারে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে প্রশাসনিক বাধামুক্ত থ্রি-হুইলার চালানোর দাবি জানানো হয়েছে। এছাড়া বিগত দিনে জামায়াত-বিএনপি জোটের ডাকা হরতাল-অবরোধের সময় তাদের থ্রি-হুইলার ছিলো একমাত্র যানবাহন। অন্যদিকে জেলার সর্বত্র রাস্তাঘাটে সরকার অনুমোদিত এ যানবাহন চলছে। শৈলকুপা-হাটফাজিলপুর রোডে ২২টি মিনিবাসের মধ্যে ৫টি মাত্র বাসের রুটপারমিট থাকলেও সে গাড়ি শৈলকুপায় চলে না। অর্থাৎ বর্তমান চালিত বাসগুলির রুটপারমিট নেই এবং সব গাড়ি ফিটনেস বিহীন বলে দাবি তাদের। থ্রি-হুইলার মালিক সমিতি’র পক্ষ থেকে অবিলম্বে গাড়াগঞ্জ-হাটফাজিলপুর পর্যন্ত থ্রি-হুইলার চালানোর দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সভাপতি শাহিন আক্তার পলাশ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিল্টনসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।