স্টাফ রিপোর্টার: টেস্ট ৱ্যাঙ্কিঙর শীর্ষে থাকা দলের মতো চট্টগ্রাম টেস্টে খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ফাস্ট বোলার মর্নে মর্কেল জানালেন, মিরপুরে ৱ্যাঙ্কিঙের শ্রেষ্ঠত্বর প্রমাণ রাখতে চায় দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিতে শেষ দুদিন ভেসে যাওয়ায় ড্র হয়েছে চট্টগ্রাম টেস্ট। তবে যে তিনদিন খেলা হয়েছে, সেখানেও দক্ষিণ আফ্রিকাকে চাপে রেখেছিলো বাংলাদেশ। পারফরম্যান্সের বিচারে হয়তো এগিয়েই ছিলো বাংলাদেশ। এমনকি চতুর্থ দিনে খেলা হলে এবং প্রথম সেশনটায় ভালো করলে ম্যাচ জয়ের দারুণ এক সুযোগও আসতে পারত বাংলাদেশের সামনে।
তলানির দলের এমন দাপটে এক নম্বরদের শৌর্যে যথেষ্টই ঘা লাগার কথা। গত মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে মর্কেলের কণ্ঠে ফুটে উঠলো সেই অনুভুতিরই প্রকাশ। এখন আমাদের জন্য সময় নিজেদের আরও মেলে ধরার এবং দেখিয়ে দেয়ার যে, কেন আমরা বিশ্বের এক নম্বর দল। এজন্য নিজেদের বোলিং পরিকল্পনায়ও বদল আনার ইঙ্গিত দিলেন ৬৩ টেস্টে ২১৭ উইকেট নেয়া এ ফাস্ট বোলার। আমাদের ২০ উইকেট নিতে হবে, সেটা যেভাবেই হোক। হতে পারে দারুণ কোনো ইয়র্কারে বা লেগ স্টাম্পের বাইরের বলে স্টাম্পিং। ওদের ব্যাটিং লাইনআপ আমরা খুব ভালোভাবে আবার দেখেছি। এবার আমরা ভিন্ন পরিকল্পনায় মাঠে নামব। আশা করি, এ টেস্টে তা কাজে লাগবে।