দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ক্লাইভ রাইস আর নেই

 

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার ক্লাইভ রাইস মারা গেছেন। গতকাল মঙ্গলবার কেপটাউনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ৪৯ বয়স থেকে ব্রেইন টিউমারে ভুগছেন রাইস। এরপর অনেক ধরনের চিকিৎসাও নেন তিনি। এক পর্যায়ে বাঁ-কানে শ্রবণশক্তি হারিয়ে ফেলেন রাইস। তারপরও ব্রেইন টিউমারের চিকিৎসা চালিয়ে যান এ অলরাউন্ডার। দীর্ঘদিন যাবৎ কেপটাউনের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

১৯৬৯ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নেন রাইস। আর জাতীয় দলের হয়ে তার অভিষেক হয় ১৯৯১ সালে। ভারতে হওয়া ওই সফরে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্বও দেন তিনি। ওই সফরের তিনটি ওয়ানডেতে ব্যাট হাতে ২৬ রান ও বল হাতে ২ উইকেট শিকার করেন রাইস। তার নেতৃত্বে ওই ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হারে প্রোটিয়াসরা। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে রাইসের পারফরমেন্স ছিলো চোখে পড়ার মতো। ৪৮২ ম্যাচে ২৬,৩৩১ রান করেছেন তিনি। আর বল হাতে ৯৩০টি উইকেট শিকার করেছেন এ ডান-হাতি ব্যাটসম্যান।