খবর:(হঠাত সাংবাদিক নামধারী এরা কারা)
শহরজুড়ে হাজার ভুয়া
সাংবাদিকে ছাওয়া,
মোটরবাইক নিয়ে এরা
হয় তিলেকে হাওয়া।
কর্ম ওদের এদিক-সেদিক
পয়সাকড়ি চাওয়া,
বিয়ে বাড়ি খানাপিনেয়
দাওয়াত ছাড়াই খাওয়া।
ওদের জালায় অনুষ্ঠানে
যায় না মোটে যাওয়া,
হলুদ হলুদ সাংবাদিকও
সবখানে যায় পাওয়া।
Ñআহাদ আলী মোল্লা।