বঙ্গবন্ধুর আদর্শে গড়া মহিলা আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে

চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় সভানেত্রী আশরাফুন নেছা মোশাররফ

 

SAM_7660

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে শ্রীমন্ত টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন কমিটি ঘোষণা দেয়া হয়নি। কমিটি গঠন প্রক্রিয়া অসম্পন্ন রেখেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাস্থল ত্যাগ করেন।

চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক এমপি আশরাফুন নেছা মোশাররফ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদিকা পিনু খান এমপি, চুয়াডাঙ্গা পৌর মেয়র আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা মাহমুদা বেগম, সদস্য বনশ্রী বিশ্বাস স্মৃতি কণা। উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভানেত্রী লুৎফন হান্নান, সাধারণ সম্পাদিকা মাহমুদা জামান পলি, যুগ্মসাধারণ সম্পাদিকা ফাতেমা খাতুন প্রমুখ।

ত্রিবার্ষিক সম্মেলনের প্রথমে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরবর্তীতে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা পিনু খান এমপি। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক এমপি আশরাফুন নেছা মোশাররফ বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া মহিলা আওয়ামী লীগ দেশের উন্নয়নে অবদান রাখছে। বিএনপি-জামায়াতের অসুস্থ রাজনীতিতে যারা বিভোর তাদেরকে বোঝাতে হবে আমাদের আদর্শ দিয়ে। তাদেরকে সঠিক পথ দেখানোর মাধ্যমে আমাদের সংগঠনকে আরও মজবুত করতে হবে। আমরা যেন জীবন উৎসর্গ করে জননেত্রী শেখ হাসিনার সাথে কাজ করতে পারি সেই অঙ্গীকার করতে হবে। অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা জামান পলিসহ চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাধারণ সম্পাদিকাবৃন্দ।