মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য কাউন্সিলে সভাপতিত্ব করবেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিম আরা হীরা। সভা পরিচালনা করবেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. লাভলী ইয়াসমীন।
ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টা মেহেরপুরে পৌঁছান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন নেছা মোশারফ। আরো পৌঁছেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খান এমপি। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধান বক্তার বক্তব্য দিতে মেহেরপুর এসে পৌঁছেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য বনশ্রী বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত আসনের মহিলা এমপি সেলিনা আক্তার বানু।
এর আগে কেন্দ্রীয় অতিথিবৃন্দ মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছুলে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. লাভলী ইয়াসমীন তাদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহেনা মান্নান, মোনালিসা ফেরদৌস এ্যানি, সুফিয়া আখতার জামিলা প্রমুখ।