চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছাদ চুইয়ে পানি পড়ছে

প্রতিকূল পরিবেশে অপারেশন ও চিকিৎসাসেবা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ভবনের জলছাদ নিম্নমানের হওয়ায় অপারেশন থিয়েটারসহ অধিকাংশ কক্ষের ছাদ চুইয়ে পানি পড়ছে। এতে অপারেশন ও চিকিৎসা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলেছেন, জলছাদ হিসেবে ব্যবহৃত উপকরণ ও কাজের মান নিম্নমানের হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।

গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অপারেশন থিয়েটারের ছাদ চুইয়ে অনবরত পানি পড়ছে। প্লাস্টিকের গামলা পেতে পানি ঠেকানোর চেষ্টা করা হলেও তা সারা থিয়েটার ছড়িয়ে পড়ে স্যাঁতসেতে ভাব হয়ে পড়েছে। পানির মধ্যেই দাঁড়িয়ে চিকিৎসক ও সেবিকারা অপারেশন করছেন বাধ্য হয়ে। হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের সাথে নিয়ে ছাদে উঠে দেখা যায় জলছাদের সুড়কির ওপর আস্তরণ চটে গিয়ে ভেতরে পানি ঢুকে গেছে। পানিতে ফুলেফেঁপে একাকার। বেশিরভাগ স্থানেই আস্তরণ উঠে গেছে। অপারেশন থিয়েটার ছাড়াও পুরো তিনতলা এবং দোতলা ও একতলার আংশিক ছাদ চুইয়ে পানি পড়ায় চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে। নিচতলায় টিকেট কাটার কক্ষেও একই দুরবস্থা। হাসপাতালের বৈদ্যুতিক টেকনিশিয়ান আব্দুল মোত্তালিব রনি জানান, ছাদ দিয়ে পানি চুয়ানোর কারণে বৈদ্যুতিক বাল্ব বাস্ট হয়ে যাচ্ছে। সবসময় স্যাঁতসেতে অবস্থা থাকায় কাজ করাও ঝুঁকি হয়ে পড়ছে। সংশ্লিষ্ট চিকিৎসক, সেবিকা ও কর্মচারীরা অবিলম্বে সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।