ভারতরত্ন এপিজে আবদুল কালাম আর নেই

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার মৃত্যুতে ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় শিলংয়ের এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত শিলংয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় আইসিইউতে। পরে সেখানেই চিরকুমার এ পরমাণু বিজ্ঞানী মারা যান। ৮৩ বছর বয়স্ক এ বিজ্ঞানী গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বি-স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন। বক্তৃতার মাঝে হঠাৎ করে পড়ে যান তিনি। শিলং-এর পুলিশ সুপার ভিভেক শ্যাম জানান, ডায়াসে পড়ে যাওয়ার পর পরই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেই তিনি মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার ও বিএনপি চেয়ারপারসন।

ভারতের একাদশতম রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন। পদার্থবিদ্যা ও এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। দীর্ঘ চারদশক ধরে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। যুক্ত ছিলেন ইন্ডিয়ান স্পেশ রিসার্চ অর্গানাইজেশনের সাথেও। ভারতের মিশাইল ম্যান নামে একসময় জনপ্রিয়তা লাভ করেন প্রয়াত বিজ্ঞানী। ২০০২ সালে বিজেপি সরকারের আমলে ভারতের একাদশতম রাষ্ট্রপতি  নির্বাচিত হন। ২০০৭ পর্যন্ত তিনি এ পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৯৭ সালে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হন। শিক্ষাজগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন প্রয়াত বিজ্ঞানী। বিজ্ঞান জগতে তাকে ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক বলে বিবেচনা করা হয়।