দর্শনায় বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ে বৈঠক

 

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলা প্রায় সাড়ে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বিওপির প্রধান খুঁটি ৭৬’র কাছে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা বরাবর বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ পতাকা বৈঠকে বাংলাদেশের বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম ও ভারতের পক্ষে বিএসএফ’র-১১৩ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এসআই বাবু বাই নেতৃত্ব দেন। একই দিন বেলা পৌনে ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়ার বেলতলায় প্রধান খুঁটি ৯৬’র কাছে শূন্যরেখা বরাবর বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে আরো একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকে বাংলাদেশের বিজিবির জগন্নাথপুর বিওপি হাবিলদার আব্দুর রহমান ও ভারতের পক্ষে বিএসএফ-৮১ ব্যাটালিয়নের গোংড়া ক্যাম্প কমান্ডার এমসআই পিপি বোরা নেতৃত্ব দেন।

পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, তারকাঁটার বেড়া না কাটা, ভারত থেকে কোনো মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং দু দেশের নাগরিক যাতে অবৈধভাবে সীমান্ত পারাপার না করতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। -প্রেসবিজ্ঞপ্তি।