স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকা মিরপুরে যাত্রী নামিয়ে জাবালেনুর পরিবহনের একটি বাস নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে মিরপুর আনসার ক্যাম্প থেকে বাড্ডার নতুন বাজার যাওয়ার সময় মিরপুর-১ নম্বরে আসার পরই কিছু যুবক বাসটিতে উঠে যাত্রীদেরকে নামিয়ে দেয়। গাড়ি নিয়ে যাওয়ার সময় তারা বলে, তোরা জানিস না আজ আমাদের মিটিং আছে। এ সময় একজন নারী যাত্রী প্রতিবাদ করলে তারা তার সাথে খারাপ আচরণ করে। তারা কোনো রাজনৈতিক দলের ক্যাডার হতে পারে বলেও যাত্রীরা ধারণা করছেন। এ ঘটনার পর যাত্রীরাও চরম দুর্ভোগে পড়ে। জাবালেনুর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক নোমান অভিযোগ করে বলেন, আমরা এখন দুর্বৃত্তদের কাছে জিম্মি হয়ে পড়েছি। যেখানে-সেখানে তারা বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে বাস নিয়ে যায়। বাসের স্টাফদেরকেও অহেতুক মারধর করে।