সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন নিয়ে বিতর্ক : সংঘর্ষে আহত ২২

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দশ রশিয়া গ্রামে দু পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ পড়া নিয়ে বিতর্ক ও আগের বিরোধের জের ধরে গতকাল সোমবার সকালে এ সংঘর্ষ হয়। সদর থানার ওসি গোলাম মর্ত্তুজা ও স্থানীয়রা বলেন, ইসলামপুর ইউপি সদস্য আব্দুল কাইয়ুম ও একরামুলের নেতৃত্বাধীন দু দল গত ১৮ জুন বিরোধে জড়িয়ে পড়ে। একরামুলের নেতৃত্বাধীন দলটি সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদের পালন করায় এ বিরোধ হয়। এর জের ধরে গতকাল সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের ছোড়া ককটেল ও ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে ২২ জন আহত হন। এদের মধ্যে একরামুলের নেতৃত্বাধীন হাবিবুর রহমান, রফিকুল ইসলাম ও সোলায়মানকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।