চিৎলা ইউনিয়নে জনসচেতনতার লক্ষ্যে মতবিনিময়কালে জেলা প্রশাসক

ইভটিজিং প্রতিরোধ করে নারী উন্নয়নে অবদান রাখুন

 

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময়সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ‘কোন কালে হয়নিকো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী।’ ইভটিজিং নারী উন্নয়নে অন্যতম অন্তরায়, ইভটিজিং প্রতিরোধ করে নারী উন্নয়নে অবদান রাখুন, বাল্যবিয়ে প্রতিরোধ করুন, নারীর অধিকার নিশ্চিত করুন। সোনার বাংলা গড়তে সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে। সমাজ থেকে দুর্নীতি হটাতে সবাই মিলে সকল দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

গতকাল রোববার বেলা ১১টার দিকে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা তথ্য অফিস ও চিৎলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মতবিনিময়সভায় চিৎলা ইউপি চেয়ারম্যান জেলা যুবলীগ নেতা জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দীক, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর, ডা. আফছার উদ্দীন কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটু, ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান লালন, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান। বক্তব্য রাখেন ইউপি সদস্য ইন্তাদুল হক, শফিকুল ইসলাম, মাসুদ রানা, রবিউল ইসলাম, চিৎলা ইউনিয়নের কাজি খলিলুর রহমান, প্রত্যাশার সহসমন্বয়করী আসাদুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে ইউনিয়নে নারী উন্নয়নের লক্ষ্যে ১০ জন হতদরিদ্র প্রশিক্ষিত নারীর মধ্যে সেলাই মেশিন, ৫টি বিদ্যালয়ের মধ্যে ২৫ সেট বেঞ্চ, ১শ ৬০টি ফুটবল বিতরণ করা হয়।