স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা বাজারের পাশে আদিবাসীপাড়ায় রোববার সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সাথে ধাক্কাখেয়ে রাস্তার পাশের একটি বাড়ীর উপর উল্টে পড়ে। দুর্ঘটনায় অল্পের জন্য একই পরিবারের তিনজন প্রাণে রক্ষা পেলেও গুরতর আহত হয়। আহতরা হলেন- বাড়িমালিক বিধান কুমার মণ্ডল (৪০) তার মেয়ে নিরোশী রানী (২৫) এবং ৪ বছরের নাতি টুনি। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যদর্শীদের কাছ থেকে জানা গেছে, ট্রাকটি (ঝিনাইদহ-ট-১১-০৪২৩) যশোরের নোয়াপাড়া থেকে সিমেন্ট নিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলো। রাত তিনটার দিকে গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে এই দুঘটনায় পড়েন। ট্রাকটি ঝিনাইদহের লিয়াকত মিয়ার বলে জানা গেছে। দুর্ঘটনার পর থেকে গাড়ির ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা শুনেছি এবং স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে।