জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের সরকারি গাছ লোপাট

 

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গা জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়িয়া জিসি সড়কের মিস্ত্রিপাড়া বাজার এলাকায় সরকারি গাছ লোপাট করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় আব্দুল মাজিদ নামের এক ব্যক্তি গাছ কাটা লেবার দিয়ে প্রকাশ্যে সরকারি নিমগাছ কেটে সাবাড় করে দেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান গ্রামপুলিশ দিয়ে গাছের অংশবিশেষ উদ্ধার করে নিজ হেফাজতে নিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়ার মৃত আমির হোসেনের ছেলে প্রবাসী জিনারুল ইসলাম মিস্ত্রিপাড়া মোড়ে জিসি সড়ক সংলগ্ন পাকা দোকানঘর নির্মাণ করছেন। নির্মাণাধীন ঘরের সামনে নিমগাছটি গতকাল আন্দুলবাড়িয়া গ্রামের মৃত হজরত আলীর ছেলে আব্দুল মজিদ লোকবল দিয়ে কেটে নেন। স্থানীয় কয়েকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন গ্রামপুলিশ দিয়ে কাটা গাছের অংশবিশেষ উদ্ধার করে নিজ হেফাজতে রাখেন। আন্দুলবাড়িয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু গাছ কাটায় বাঁধা প্রদান করেন। তিনি গাছটির মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে দাবি করেছেন। এ ব্যাপারে আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্মাণাধীন ঘরের সামনে গাছটি থাকায় সমস্যা দেখা দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের অনুমতি নিয়ে নিমগাছটি কাটা হয়েছে। মাত্র ৩/৪ হাজার টাকা মূল্যের গাছটি ইউপি চেয়ারম্যানকে দিয়ে দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছের গোড়ার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্তর দাবি সত্য নয়।

Leave a comment