টিপ্পনী

খবর: (স্ত্রীর পরিকল্পনাতেই ছিনতাইয়ের নামে খুন)

 

পরকীয়ার বলি হলেন স্বামী

এমন কথা শুনেই ভীষণ ঘামি

বউয়ের পিরিত কাড়লো স্বামীর জান

ভাবলে এসব প্রাণ করে আনচান।

 

বউ করেছে নিজের স্বামী খুন

সব বিবিরই লাগলো মুখে চুন

হায় মসিবত কেমন হলো জ্বালা

বাঁচবি যদি বউকে থুয়ে পালা।

 

বউ স্বামীকে কখন কী যে করে

তাই স্বামীরা কাঁপছে এখন জ্বরে

ঘুরে ফিরে সাবধানেতে শোও

বউ কখনো হয় না আপন বউ!

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment