সাগর থেকে ১০২ বাংলাদেশি উদ্ধারের দাবি মিয়ানমারের

মাথাভাঙ্গা মনিটর: সাগরে ভাসমান অবস্থায় ১০২ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধারের দাবি করেছে মিয়ানমারের নৌবাহিনী। এসব অভিবাসী এক মাস ধরে থাই ও মিয়ানমার সীমান্তের ওই সাগরে অবস্থান করছিল বলে দাবি করা হয়েছে। মিয়ানমারের সরকারি গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ খবর দিয়েছে। মিয়ানমারের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, গত ৩০ জুন থেকে ১২ জুলাইয়ের মধ্যে ওই সব অভিবাসীদের উদ্ধার করা হয়। তারা অবস্থান করছিলো। বাংলাদেশ থেকে আসা ওইসব অভিবাসী জুনের শুরু থেকে থাই সীমান্তের তানিনথাই দ্বীপে অবস্থান করছিলো। খবরে বলা হয়েছে, মিয়ানমারের নৌবাহিনী ওই অঞ্চলে আরও অভিযান চালাচ্ছে। উদ্ধার হওয়াদের দেশে ফেরত পাঠানোর কথা বলা হলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। দেশটির সেনাবাহিনী পরিচালিত মিয়াওয়াদ্দি নিউজপেপার বলেছে, গত ৩০ জুন কর্মকর্তারা সুয়াং গুক দ্বীপ থেকে দুই মাইল দূরে এক ব্যক্তিকে দেখতে পেয়ে ওই অঞ্চলে অভিযান চালায়। এরই অংশ হিসেবে জুলাইয়ের প্রথম ভাগে ওই সব লোকদের উদ্ধার করা হয়। মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, মিয়ানমার সরকার বিষয়টি নিয়ে তাদের সাথে কোনো যোগাযোগ করেনি।

Leave a comment