অন্ধ্রে পুষ্করম মেলায় পদপিষ্ট হয়ে মৃত ২৭

মাথাভাঙ্গা মনিটর: অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে গোদাবরী পুষ্করম মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল ২৭ জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। মঙ্গলবার সকালের ঘটনা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, এক সঙ্গে প্রচুর মানুষ ঠেলাঠেলি করে ঘাটে ঢোকার চেষ্টা করার সময়েই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রচুর পুলিশ ও স্বেচ্ছাসেবী মোতায়েন থাকলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যায়। যার পরিণতিতে পদপিষ্টের মতো ঘটনা এড়ানো সম্ভব হয়নি। মৃতদের মধ্যে অধিকাংশই বয়স্ক ব্যক্তি। তাদের শনাক্তকরণের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরো বিষয়টি নিয়ে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথাও বলেন। তিনি টুইট করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে পুরো পরিস্থিতি নিয়ে। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে রাজ্য সরকার কাজ করছে। কুম্ভমেলার সমতুল্য অন্ধ্রের এ পুষ্করম মেলা। ১২ বছর অন্তর এ মেলার আয়োজন করা হয়। এ দিন এ মেলার সূচনা হয় অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায়। কয়েক হাজার মানুষ গোদাবরীতে পূণ্যস্নানের জন্য হাজির হয়েছিলেন রাজামুন্দ্রির পুষ্কর ঘাটে।