গাংনী প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও কল্যাণে সহায়তা প্রদান কর্মসূচির আওতায় মেহেরপুর গাংনীর শানঘাট পল্লি উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী ও টাকা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শানঘাট প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন প্রধান অতিথি হিসেবে এ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন। সংস্থার পরিচালক মহিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান।