ভারতীয় রকেটে করে মহাকাশে ৫ ব্রিটিশ স্যাটেলাইট

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় একটি রকেট পাঁচটি স্যাটেলাইটকে মহাকাশের কক্ষপথে স্থাপন করেছে। এটাকে কোনো একটি একক উৎক্ষেপণে সম্পূর্ণভাবে ব্রিটিশ মহাকাশযানের সবচেয়ে বেশি সংখ্যা মনে করা হচ্ছে। এই পাঁচটির মধ্যে তিনটি স্যাটেলাইট পৃথিবীর ছবি তুলবে এবং দুর্যোগ পর্যবেক্ষণ ও ত্রাণকর্মে সহায়তা করবে। বাকি দুটি প্রযুক্তিগত পরীক্ষা চালাবে, যা ভবিষ্যতে মহাকাশ যানগুলোর ওপর ব্যবহার করা হতে পারে। স্যাটেলাইটগুলো বহনকারী ভারতীয় মহাকাশ সংস্থা পিএসএলভির ওই রকেটটি শ্রীহরিকোটা থেকে গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫৮ মিনিটে উৎক্ষেপণ করা হয়। উল্লেখ্য, ১ হাজার ৪৪০ কেজি ওজনের রকেটটি এখন পর্যন্ত মহাকাশে উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী যান। জানা গেছে- ছবি তোলার কাজে ব্যবহৃত স্যাটেলাইটগুলো যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে।