জিনতলা মল্লিকপাড়ার রানাকে হাতুড়িপেটা

চুয়াডাঙ্গা বেলগাছি রেলগেটের নিকট একদল যুবকের হানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জিনতলা মল্লিকপাড়ার রানাকে (৩৫) গতরাত ১২টার দিকে বেলগাছি রেলগেটের অদূরে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। কেন তাকে হাতুড়িপেটা করা হয়েছে তা অবশ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। আহত রানাও কোনো তথ্য দেয়নি।

জানা গেছে, চুয়াডাঙ্গা জিনতলা মল্লিকপাড়ার আব্দুল কুদ্দুস বিহারির ছেলে রানাকে গতরাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার সারা শরীরে আঘাতের চিহ্ন। বেলগাছি রেলগেটের নিকট পেয়ে একদল যুবক তাকে আটকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। কেন বেলগাছির গেটে গিয়েছিলো রানা, তা যেমন জানা সম্ভব হয়নি, তেমনই জানা যায়নি তাকে কে বা কারা হাতুড়িপেটা করেছে।

তবে একটি সূত্র বলেছে, কয়েক মাস আগে একটি হোটেলে দু যুবককে আটকে ইয়াবা ব্যবসায়ী বলে অভিযোগ তুলে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনা ঘটে। তারই জের ধরে তাকে হাতুড়িপেটা করা হয়েছে কি-না তা খতিয়ে দেখছে অনেকে। রানা অবশ্য কোনো কথাই বলেনি।

Leave a comment