মেহেরপুর পৌরসভার রাস্তায় মালবাহী ট্রাক দেবে যাওয়ার ১১ ঘণ্টা পরে উদ্ধার

 

মেহেরপুর অফিস: নিম্নমানের কাজের কারণে মেহেরপুরের বাসস্ট্যান্ড থেকে নতুনপাড়া মোড় সড়কে সেভেনআপবাহী একটি ট্রাক দেবে যায়। ঘন্টাব্যাপি চেষ্টার পরে ঘটনার প্রায় ১১ ঘন্টা পরে ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার মেহেরপুর শহরের নতুনপাড়া স্কুল মোড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসে সেভেনআপবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১১-০১৫২)। মেহেরপুর শহরে পৌঁছাবার পর শুক্রবার ভোরে শহরের বাসস্ট্যান্ড থেকে কোর্ট সড়কে যাবার পথে নতুনপাড়া স্কুল মোড়ের আগের রাস্তায় ডান দিকে হেলে ট্রাকটি দেবে যায়। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অনেক চেষ্টা করেও চালক ট্রাকটি ওই স্থান থেকে সরাতে পারেনি। পরে ট্রাক থেকে সেভেন আপ নামিয়ে রাখা হয়। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত স্থানীয়রা পৌরসভার ড্রেজার ব্যবহার করে ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় রাস্তার কাজে পৌরসভার অবহেলাকে দায়ী করেছেন এলাকাবাসী। তারা বলেছেন, ঠিকাদারদের কাজে ফাঁকি ও পুকুরচুরির কারণে প্রায় সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে। মাত্র এক সপ্তাহ আগে রাস্তাটি সংস্কার করা হয়।