স্টাফ রিপোর্টার: তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে নাটকীয় জয় পেয়েছে ভারত। সফরকারীদের দেয়া ২৫৫ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৪ রানে হেরে যায় জিম্বাবুয়ে। শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল মাত্র ১০ রান। হাতে ৩টি উইকেট। ক্রিজে ছিলেন সেঞ্চুরিয়ান চিগাম্বুরা। ৫০তম ওভারে ভুবেনশ্বর কুমারের প্রথম বলে ২ রান নেন চিগাম্বুরা। দ্বিতীয় বলে ১ রান। শেষ চার বলে ৭ রান। সহজ সমীকরণ। জিতে যাচ্ছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের শিবিরে তখনই জয়ের উল্লাস ছড়িয়ে পড়েছে। তৃতীয় বলে এক রান। চতুর্থ বলটি ডট হওয়ায় ভারতীয় শিবির কিছুটা স্বস্তি পায়। কিন্তু পঞ্চম বলেও অভিজ্ঞ চিগাম্বুরা কোনো রান করতে না পারায় জয় হেলে পড়ে ভারতের দিকে। আর শেষ বলে প্রয়োজন হয় ৬ রানের। কিন্তু চিগাম্বুরা মাত্র ১ রান নিতে সক্ষম হয়। জয় বঞ্চিত হয় জিম্বাবুয়ে।
এর আগে রাইডুর অনবদ্য শতরানে সম্মানজনক স্কোর করে ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে হারারেতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৫ রান করে সফরকারীরা। বাংলাদেশ সফরে সিরিজ হেরে যাওয়ার ধাক্বা এখনো মন থেকে মুছে যেতে না যেতেই জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে রাহানিরা। তবে ষষ্ঠ উইকেট জুটি ভারতকে সম্মানজনক স্কোর এনে দেয়। এ জুটি দলের জন্য মূল্যবান ১৬০ রান সংগ্রহ করে। ভারতের পক্ষে রাইডু ১২৪ ও বিনি ৭৭ রান করেন। স্বাগতিকদের পক্ষে সিবান্দা ও থিরিপানো ২টি করে উইকেট শিকার করেন। সফরকারীদের ইনিংসের শুরুতে মাত্র ৯ রানে মুরালি বিজয় সাজঘরে ফিরে যান। অবশ্য এর পর ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে আর আম্বাতি রাইডুর ৫১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। আসল ধাক্কাটা এরপরই। মাত্র ২৭ রানের ব্যবধানে পড়ে যায় ৪ উইকেট। ১ উইকেটে ৬০ থেকে ৭ ওভারের মধ্যে ভারতীয় স্কোরকার্ড হয়েছে ৮৭/৫! অনেক দিন পরে দলে ফেরা রবিন উথাপ্পা রানের খাতা খোলার আগেই রান আউটের খাঁড়ায় ফিরে যান। মুরালি বিজয় আর মনোজ তিওয়ারির সংগ্রহ যথাক্রমে ১ ও ২। রাহানে ৩৪ আর কেদার যাবদ আউট হন ৫ রানে। জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট নিয়েছেন চামু চিবাবা, ১টি করে উইকেট ব্রায়ান ভিটরি ও ডোনাল্ড তিরিপানোর। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৯৮৩ বিশ্বকাপের সেই আলোচিত ম্যাচটি। জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৭ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিলো ভারতের। সেখান থেকে কপিল দেবের অতিমানবীয় ১৭৫ রানের এক ইনিংস। আজ যেন সেই রকম একটি ইনিংস খেলে রাইডু ভারতকে চরম বিপর্যয় থেকে দলকে তুলে আনলেন!