স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলার অচিন্ত্যনগর গ্রাম থেকে মনিরা খাতুন (৫) নামে এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার বিকেলে এ অপহরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে নামাজ পড়ার পর রমজান আলী বাড়ির পাশের মসজিদের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। শিশুটিও বাবার পাশে ঘুমায়। ঘুম ভেঙে গেলে রজমান আলী মেয়েটিকে না দেখে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।
পরে শিশুটির বাবার মোবাইলফোনে দু লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মঙ্গলবার রাতে এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়েছে। ওসি বিপ্লব কুমার নাথ জানান, অপহৃত শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।