আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদকব্যবসায়ী আটক : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ মাদকব্যবসায়ী আটক করেছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গার হারদী গ্রামের মৃত ইমদাদুলের ছেলে মাদকব্যবসায়ী কামরুজ্জামানকে (২৮) ১০ পিস ইয়াবা ও ৩ বোতল মদসহ আটক করা হয়। আলমডাঙ্গা গোবিন্দপুরের আরশেদ আলী ছেলে জয়মদ্দিনকে (৩২) ২০ গ্রাম গাঁজা ও চুয়াডাঙ্গা রেলপাড়ার নবীছদ্দিনের ছেলে মিলনকে (২৬) ২৫ গ্রাম গাঁজাসহ আলমডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জি অভিযান চালিয়ে আটক করেন। পরে আটককৃত তিন মাদকব্যবসায়ীকে নিবার্হী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম আদালত পরিচালনা করে কামরুজ্জামানকে ১ বছর, জয়মদ্দিনকে ১৫ দিন ও মিলনকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।