চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ শহীদ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক জামাল উদ্দীনের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ : তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহস্থ শহীদ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের শিক্ষক জামাল উদ্দীনের বিরুদ্ধে বিদ্যালয়েরই ৮ম শ্রেণির এক ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। সরাসরি ও মোবাইলফোনে উত্ত্যক্ত করার বিষয়টি জানাজানি হলে উত্ত্যক্তের শিকার ছাত্রী লজ্জায় বিদ্যালয়ে যাওয়া বন্ধ করেছে বলেও ছাত্রীর মা জানিয়ে প্রতিকার প্রার্থনা করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শনায় উপজেলা শিক্ষা অফিসার আজ বৃহস্পতিবার থেকে তদন্ত করবেন বলে জানা গেছে। স্কুলছাত্রীর পিতা অভিযোগ করে বলেছেন, নফরকান্দি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। এক সময় জামাল উদ্দীনের নিকট প্রাইভেটও পড়তো। উত্ত্যক্ত করার কারণে প্রাইভেট পড়া বাদ দেয়া হয়েছে। এরপরও থামেনি শিক্ষকের উত্ত্যক্ত করা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক জামাল উদ্দীন কখনো সরাসরি, কখনো মোবাইলফোনে উত্ত্যক্ত করে আসছে। শুনেছি ফেসবুকেও মেয়ের ছবি দিয়েছে ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে মেয়ে লজ্জায় স্কুলে যেতে সাহস পাচ্ছে না। প্রতিকার চাই।

গতকাল স্কুলছাত্রী কন্যাকে সাথে নিয়ে অসহায় পিতা সরাসরি সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জজামানের নিকট হাজির হয়ে লিখিতভাবে উপরোক্ত অভিযোগ পেশ করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ হাতে পেয়ে দ্রুত তদন্ত করে প্রতিবেদন পেশের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। আজ বৃহস্পতিবার থেকেই তদন্ত শুরু হওয়ার কথা। অপরদিকে অভিযুক্ত সহকারী স্কুল শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করেও গতকাল তা সম্ভব হয়নি।

Leave a comment