জীবননগর ব্যুরো: গতকাল মঙ্গলবার জীবনগর উপজেলার বেনীপুর সীমান্তে সীমান্ত সমস্যা নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানিয়েছেন, বেনীপুর বিওপির ৬১/৭ এস পিলারের বেনীপুর ডিসপোর্ট ল্যান্ড নামক স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বেনীপুর কোম্পানী কমান্ডার সুবেদার রুস্তম আলী চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফ’র পক্ষে ভারতের ১৭৩ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রমেশ কুমার শিং নেতৃত্ব দেন।