মেহেরপুর আমঝুপিতে দিনব্যাপি আমচাষের ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) নিজস্ব হলরুমে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আম সংগ্রহ এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনার ওপর দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউএসএ আইডি, ডি-এ-আই এর আওতায় এভিসি প্রজেক্টে এর মাধ্যমে আমঝুপি মিলেনিয়াম এন্টারপ্রাইজ এ প্রশিক্ষণের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মিলেনিয়াম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আশাদুজ্জামান সেলিম। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন এভিসি প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন, প্রশিক্ষক ছিলেন আম বিশেষজ্ঞ কৃষিবিদ ড. আক্তারুজ্জামান। প্রশিক্ষণে আম উৎপাদন, আম সংগ্রহ, আম প্যাকিং, সংরক্ষণ ও বাজারজাতকরণসহ আম উৎপাদনে রাসায়নিক পদার্থের প্রভাব এবং মানুষের ক্ষতির সম্ভাবনা বিষয়ে বিশদ আলোচনায় স্থান পায়। এলাকার ২৫ জন আম উৎপাদন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।