দামুড়হুদায় সংবর্ধনা ও মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুস

দামুড়হুদাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে

 

বখতিয়ার হোসেন বকুল/হানিফ মণ্ডল: দামুড়হুদা উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমানের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) ফকির আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নূপুর ও উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন, ইউআরসির ইন্সট্রাক্টর জামাল হোসেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউনুস আলী, নতিপোতা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রকিবুল ইসলাম, বিশিষ্ট সার ব্যবসায়ী রবিউল হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তানভীর আহম্মেদ রুবেল, আসাদুজ্জামানসহ উপজেলার সকল ইউপি সচিবগণ। দামুড়হুদা উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাও. শফিকুল ইসলাম। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুস সকলের সহযোগিতা কামনা করে বলেন, এ উপজেলাকে এগিয়ে নিতে আমি আপনাদের সাথে আছি। সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে পারলে এটি একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন হামিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম।

Leave a comment