জীবননগরে সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুস

SAMSUNG CAMERA PICTURES

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : জীবননগর অবহেলিত থাকবে না

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার জীবননগর উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স মিলনায়তনে এ উপজেলার সুধী, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময়সভায় নবাগত জেলা প্রশাসককে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রধান অতিথির বক্তব্যে বলেন সীমান্ত জেলা হওয়ায় এ জেলার সীমান্তে মাদকের বিস্তার রয়েছে। মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, দেশ ও জনগণের কল্যাণে মোবাইলকোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুস আরো বলেন, শিক্ষার বিস্তারে স্কুলে মাল্টিমিডিয়ার কার্যক্রম ঠিকমত পরিচালিত হচ্ছে কি-না তা তদারকি করতে হবে। নারীদের কাজ করার ক্ষেত্র তৈরি করতে হবে। সমঅধিকার প্রতিষ্ঠায় নারী জনপ্রতিনিধের কাজ করার সুযোগ তৈরি করে দিতে হবে। তিনি সকলের উদ্দেশে বলেন, কোনো মেয়ে যাতে বাল্যবিয়ে শিকারে পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবশেষে তিনি বলেন জীবননগর আর অবহেলিত থাকবে না। এ উপজেলার উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেয়া হবে। তিনি দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দরের কার্যক্রম চালুর বিষয়েও পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি। এছাড়াও বক্তব্য রাখেন রাজনীতিক কাজী বদরুদ্দোজা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুল আলম ছাত্তার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি মাহবুবুর রহমান বাবু ও সমাজসেবক সোহরাব হোসেন খান সুরুদ্দিন।

Leave a comment