স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের হিজলগাড়ি ডিহি ফার্মপাড়ার খ্রিস্টান মিশনারিপাড়ার কিশোরী রিমা বিশ্বাসের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে কিশোরী সৌচাগারে যায়। সেখান থেকে ফিরে আর কথা বলতে পারেনি। মুখ গিয়ে লালা ঝরতে থাকে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসার এক পর্যায়ে তাকে মুমূর্ষু অবস্থায় বাড়ি ফিরিয়ে নেয়ার পথে মৃত্যু হয়।
নরেশ বিশ্বাসের মেয়ে কেন অসুস্থ হলো, কেনই বা তাকে দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হলো? এসব প্রশ্নের সন্তোষজনক জবাব মেলেনি। তবে পরিবারের সদস্যরা বলেছে, ১৪ বছরের রিমা বিশ্বাস স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, বিষধর কিছুতে দংশন করতে পারে অথবা কিছু খেতে পারে। বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কিশোরী রিমা বিশ্বাসের শরীরে তেমন ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। কী খেয়ে অসুস্থ হয়ে তাও নিশ্চিত হতে পারেনি। আজ সোমবার সকালে শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।