স্টাফ রিপোর্টার: আত্মবিশ্বাস সংস্থার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা কলেজরোডস্থ সিনেমাহলপাড়ায় বিশ্বাস টাউয়ারে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, অনুষ্ঠিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, অতিরিক্ত পলিশ গোলাম বেনজির, সদর উপজেলা নির্বাহী অফিসরা কেএম মামুন উজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও জজকোর্টের পিপি অ্যাড শামশুজ্জোহা, আত্মবিশ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক খুস্তার জামিল, প্রচার সম্পাদক ফেরদৌসওয়ারা সুন্না, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীন জেলা প্রশাসেনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ আত্মবিশ্বাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সার্বিক দায়িত্বে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস।
এদিকে চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ উপলক্ষে আলুকদিয়া বাজারে আলোচনাসভার আয়োজন করা হয়। আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মুজিবুল হক মালিক মজু, সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল, সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, ইউনিয়ন বিএনপি নেতা ইবাদত হোসেন, জাহানারা পারভীন, রোকনুজ্জামান, আমির হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হোয়াইট হাউজ অ্যান্ড হোয়াইট হাউজ কেবল নেটওয়ার্ক উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোয়াইট হাউজের সভাপতি সাবেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুরজ্জামান মানিক, সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্মসম্পাদক শংকর শর্মা, দপ্তর সম্পাদক মেহেদি হাসান, হোয়াইট হাউজের উপদেষ্টা জাকির হোসেন, শাকিলুজ্জামান শাকিল, জিল্লুর রহমান, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রানা, সহসভাপতি সবুর হোসেন, ছাত্রলীগ নেতা, মানিক, টিটু, মোমিন, ছোট জুয়েল, ইমু, ইমন, মিঠু প্রমুখ। দোয়া পরিচালনা করেন সরোজগঞ্জ ক্যাম্পের টুআইসি সালেকুজ্জামান।
জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে খামারপাড়া জামে-মমজিদ ও মহল্লায় পৃথক দুটি স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠত হয়েছে। ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রতন শাহ, রানা আহমেদ, শরিফ উদ্দিন, শমীক আহমেদ, উজ্জল হোসেন, উসমান আলী, নাসির উদ্দিন, খন্দকার কামরুল হাসান প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা ইসলামী গণগ্রন্থাগার ও দশর্না জাকাত ফান্ডের উদ্যোগে পুরাতন বাজার জামে মসজিদে বিশিষ্ট্য জন ও পাঠকদের নিয়ে ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থাগারের সভাপতি আহসানুল কবির মিশুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, আব্দুল মমিন, গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হানিফ মণ্ডল, গোলজার হোসেন, ডা. এম আলাউদ্দিন, মাওলানা শাহআলম, সেলিম উদ্দিন, আজিজুল, আব্বাছ উদ্দীন, শাহাবুদ্দীন মুক্তি, তরিকুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন পুরাতন বাজার জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. নুরুল ইসলাম। পরিচালনায় আলমগীর আরাফাত।।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি ইবাদত খানায় গতকাল শুক্রবার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবাদত খানার নবাগত পরিচালক মাসুদ সরকার রিপন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আনারুল ইসলাম বাবু, নজরুল ইসলাম, জাকির হোসেন বাচ্চু, ইবাদত খানার ভক্ত রফিকুল ইসলাম আক্কাস আলী, আনারুল, মুশফিক, মমিন হাফিজ ও রহিমসহ ২১ গ্রামের ভক্তবৃন্দ। প্রথম রোজা থেকেই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এমএ খালেক। নতুন নেতৃত্বে ইবাদত খানা পরিচালনায় আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইবাদতখানা পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন পরিচালক।
বারাদী প্রতিনিধি জানিয়েছেন, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের সেলিম মোল্লার আম বাগানে গতকাল শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এমএ হালিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রফিকুল আলম, কলেজ শিক্ষক জান্নাত আলী, শামীম আলী মাস্টার, মারুফ আহম্মেদ। দোয়া পরিচালনা করেন মাওলানা তালেব উদ্দীন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হুমায়ন কবির স্বপন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর শিশু পরিবারের সদস্যদের নিয়ে ইফতার করলেন ব্যবসা প্রতিষ্ঠান চিনময় কফি সপ ও মেহেরপুর ড্রপ। গতকাল শুক্রবার পৌর কমিউনিটি সেন্টারে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ মোতাছিম বিল্লাহ মতু। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর বড় বাজার জামে মসজিদের পেশঈমাম মাওলানা মুফতি আব্দুল হান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন চিনময় কফি সপের স্বত্বাধিকারী আব্দুস সালাম ও মেহেরপুর ড্রপের স্বত্বাধিকারী রাহিনুর জামান পলেন। শিশু পরিবারের শতাধিক সদস্য ইফতারে অংশ নেয়।
একইদিন মেহেরপুর শহরের পণ্ডের ঘাটপাড়ার আল আকসা জামে মসজিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের উপদেষ্টা মিজানুর রহমান শান্তি, আব্দুল মান্নান, আব্দুস সবুর মাস্টার, সহসভাপতি এনামুল হক, সহসাধারণ সম্পাদক নাটক মিয়া, মসজিদ উপকমিটির সদস্য হাফিজ হাসান খান হিরোক, মিঠু প্রমুখ। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম মাওলানা আব্বাস আলী ও মাওলানা বুলবুল হোসেন।
বিভিন্ন স্থানে ইফতার মাহফিল
