কাঁচামরিচে ঝাল দ্বিগুণ : সবজির দামও চড়া

স্টাফ রিপোর্টার: দেশব্যাপি টানা বৃষ্টির প্রভাবে বাড়ছে কাঁচামরিচের দাম। ইফতারিতে বহুল ব্যবহার হওয়া এ পণ্যটি চুয়াডাঙ্গাতে শুক্রবার ১শ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সপ্তাখানেক আগে কাঁচামরিচ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। সাত দিনে কাঁচামরিচের দাম দ্বিগুণে উন্নীত হয়েছে। গত মাসের মাঝামাঝি সময়ে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিল ১২ থেকে ১৫ টাকা। রমজান সামনে রেখে এক লাফে পণ্যটির দাম ওঠে ৪০ টাকায়। এরপর থেকে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। বৃষ্টির কারণে বেগুন, টমেটোসহ বেশ কিছু সবজির দামও বেড়েছে। এক সপ্তাহে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ২ টাকা। ডিমের দাম বেড়েছে হালিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত। এ সময় আলুর দাম বেড়েছে কেজিতে ২ টাকা করে। আর দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা পর্যন্ত। দেশি মুরগির দাম বাড়লেও কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার মুরগির দাম। আদা ও আমদানি করা রসুনের দামও কমেছে। চুয়াডাঙ্গা বড়বাজারের নিচে বাজার খোঁজ নিয়ে জানা যায়, মাংস ও অন্যান্য সবজি আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। বেগুনের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিকেজি ভালো মানের বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। গত সপ্তাহে বেগুনের দাম ছিলো কেজিতে ৭০ থেকে ৮০ টাকা। প্রতি কেজি গাজর ৫০ টাকা, শসা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি আলু ২২ থেকে ২৪ টাকা, করলা ৪০, পটোল ৪০, ঝিঙে ৪০, চিচিঙ্গা ৪০, পেঁপে ৩০, বরবটি ৫০, ঢেঁড়স ৪০ টাকা দরে বিক্রি হয়েছে শুক্রবার। বৃষ্টির কারণে কাঁচামরিচ ও বেশ কিছু সবজির দাম বেড়েছে বলে দাবি করছেন বিক্রেতারা। সবজি বিক্রেতারা বলেন, দু সপ্তাহ ধরে বৃষ্টির প্রভাবে মরিচের সরবরাহ কমে এসেছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেগুনসহ অন্যান্য ফসল। তা ছাড়া রমজানে এসব পণ্যের চাহিদাও বেশি। বাড়তি চাহিদার বিপরীতে উৎপাদন কমে আসায় এসব পণ্যের দাম বেড়েছে বলে দাবি করেন তিনি। শুক্রবার ইফতারির প্রধান উপকরণ ছোলা বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। খেসারির ডাল বিক্রি হয় ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। ভালো মানের মসুর ডালের দাম রাখা হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা পর্যন্ত। প্রতি কেজি মুগডাল ১শ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। বাজারে রসুনের দাম সামান্য কমেছে। গত সপ্তাহে ৪৫ টাকায় দেশি পেঁয়াজ বিক্রি হলেও এ সপ্তাহে পণ্যটির দাম উঠেছে ৪৮ টাকায়। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয় সাড়ে ৩শ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৪শ টাকা কেজি দরে। শুক্রবার ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে বেশ কয়েকটি বাজারে। বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯২ থেকে ১শ টাকা। আগের সপ্তাহে পণ্যটির দাম ছিল ৯০ থেকে ৯৮ টাকা পর্যন্ত।