বিসিবি একাদশকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

 

স্টাফ রিপোর্টার: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে ৮ উইকেটে হেরেছে বিসিবি একাদশ। মাত্র ১শ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১শ ১ রান করে প্রোটিয়ারা। গতকাল শুক্রবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসিবি অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রান করে বিসিবি একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ইমরুল কায়েস। প্রোটিয়াদের পক্ষে ডেভিড উইসি ৩টি, কাইল অ্যাবট ২টি ও অ্যারন ২টি উইকেট লাভ করেন। ১শ রানের লক্ষ্যে খেলতে নেমে ডি কক ৩৫ এবং ডি ভিলিয়ার্স ২৫ রান করে রিটার্ড আউট হন। এরপর ডুমিনি ১৭ এবং মিলার ২০ রান করলে সহজ জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার। আগামীকাল রোববার মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ৭ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ।

Leave a comment