স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামে স্ত্রীকে খুন করেছে এক পাষণ্ড স্বামী। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী শাহিনুর (২২) কে স্বামী দেলোয়ার হোসেন (৩৫) হত্যা করে বলে স্থানীয়রা জানান। জানা যায়, বরুড়া পাঠানপাড়া গ্রামের নুরুল ইসলামের কন্যা শাহিনুর আক্তারের সাথে ওড্ডা গ্রামের তাবারক হোসেনের পুত্র দেলোয়ার হোসেন এর সাথে ৩ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে দেলোয়ার হোসেন তেমন কাজকর্ম করত না। এ নিয়ে স্ত্রী শাহিনুরের সাথে প্রায় সময় বাগবিতণ্ডা হতো। এ নিয়ে তাদের সংসারে ঝগড়া বিবাদ চলে আসছে। তাদের সংসারে তাসফিয়া নামে ১ বছরের এক কন্যা সন্তান রয়েছে। শাহিনুর বরুড়া সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন। ঘটনার সময় ঝগড়ার এক পর্যায়ে গতকাল রাতে স্ত্রী শাহিনুর আক্তারকে বসতঘরে চাপাতি দিয়ে কোপ দেয় দেলোয়ার। বাড়ির লোকজনের আত্মচিত্কারে গ্রামবাসী এসে ঘাতক স্বামী দেলোয়ার হোসেনকে আটক করে থানা পুলিশ খবর দেয়।