সেলফি তোলায় লেবার পার্টি থেকে বহিষ্কার আমরান

মাথাভাঙ্গা মনিটর: তিউনিসিয়ায় সন্ত্রাসী হামলার পরদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে সেলফি তোলার জন্য যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে বহিষ্কার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমরান হোসেন। গত মে মাসে অনুষ্ঠিত দেশটির পার্লামেন্ট নির্বাচনে নর্থ ইস্ট হ্যাম্পশায়ার আসনে লেবার দলের পক্ষে এমপি পদে প্রার্থী হয়েছিলেন আমরান। তিনি নির্বাচনে হেরে যান। আমরানের আচরণকে সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে লেবার পার্টি। গতকাল সোমবার রাতে দলটি আমরানকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায়। ২৯ বছর বয়সী আমরান প্রথমবার এমপি পদে প্রার্থী হয়েই প্রচারণায় বেশ সাড়া ফেলেছিলেন। চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করা আমরান জাতীয় স্বাস্থ্যসেবা ইংল্যান্ড শাখার ন্যাশনাল ডেলিভারি কর্মকর্তা। আমরানের আদি বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।
তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণের সুছে এলাকার সমুদ্র সৈকত সংলগ্ন ইম্পেরিয়াল মারহাবা হোটেলে গত শুক্রবার দুপুরে এক লোক এলোপাতাড়ি গুলি চালায়। এতে ৩৮ জন নিহত হয়।