আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ার মীরপাড়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে। গত রোববার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই ওয়ালিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্ষককে গ্রেফতার করে জীবননগর থানায় হস্তান্তর করেন। পুলিশ গতকাল গ্রেফতারকৃত ধর্ষককে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করার আদেশ দিয়েছেন। ডাক্তারি পরীক্ষা করানোর পর ধর্ষিতা শিশুটি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি দিয়েছে।
মামলার বাদীর অভিযোগ ও শিশুর দেয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গেলে প্রতিবেশী শেখ রকিব উদ্দিনের ছেলে মন্টু তাকে জোরপূর্বক পুকুরপাড়ের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতা শিশুটি বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানালে গ্রাম্য মাতব্বরা সালিস বৈঠকের আশ্বাস দেন। সালিস বৈঠকে গড়িমসি করায় ধর্ষিতা শিশুর নানি খোদেজা বেগম বাদী হয়ে অভিযুক্ত ধর্ষক মন্টুর বিরুদ্ধে গত রোববার জীবননগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক নিয়মিত মামলা রুজু করেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমাযুন কবীরের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই ওয়ালিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেন।