মেহেরপুর অফিস: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত শহরের তিন মিষ্টি ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল সোমবার দুপুরের মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ ওই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত এদিন শহরের থানা সড়কের কালাম সুইট ও সায়েম মিষ্টান্ন ভাণ্ডার এবং কাথুলী সড়কের মান্নানের মিষ্টির দোকানে অভিযান চালান। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করার অপরাধে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।