গাংনীতে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের পুকুরের পানিতে ডুবে জাকিরুল ইসলাম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাড়ির অদূরবর্তী একটি পুকুরে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। জাকিরুল ইসলাম সাহারবাটি গ্রামের খেলার মাঠপাড়ার দিনমজুর কৃষক নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে জাকিরুল ইসলাম বাড়ির পার্শ্ববর্তী জালাল উদ্দীনের পুকুরে গোসলে যায়। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে বিকেল ৫টার দিকে তার লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন জানতে পায়। লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নেয়া হয়। গত কয়েক দিনের বর্ষণে ওই পুকুর কানায় কানায় ভরে যায়। সাঁতার না জানা জাকিরুল তাই পুকুরের গভীর পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে বলে ধারণা করছেন তার পরিবারের লোকজন। তার মৃত্যুতে পরিবারে বিরাজ করছে শোকের ছায়া।

Leave a comment