আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সাথে জাতীয় সংসদে মতবিনিময় সভায় স্পিকার
দৈনিক মাথাভাঙ্গাসহ আঞ্চলিক পত্রিকার সম্পাদকদের ক্রেস্ট প্রদান
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনে আঞ্চলিক পত্রিকার স্বত্বাধিকারী, কর্ণধার ও সম্পাদকদের সাথে মতবিনিময় করেছে সরকার। এ ব্যাপারে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ সভায় জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম। গণতন্ত্রকে সুসংহত রাখতে গণমাধ্যমের কোনো বিকল্প নেই। তিনি বলেন, গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং তৃণমূল মানুষের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়ার সুফল পৌঁছে দিতে আঞ্চলিক গণমাধ্যমসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
গতকাল সংসদ ভবনের শপথ কক্ষে প্রান্তিক একুশ আয়োজিত আঞ্চলিক দৈনিক পত্রিকাসমূহের সম্পাদকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় আলোচকরা বলেন, বর্তমান সরকারের সকল প্রকারের উন্নয়ন ও রূপকল্প-২০২১ বাস্তবায়নে ভূমিকা রাখছে দেশের আঞ্চলিক পত্রিকাগুলো। একই সাথে দেশকে সামনের দিকে এগিয়ে নিতেও তাদের অবদান রয়েছে। দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিলো বেলা ১১টায় জাতীয় সংসদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণ। দুপুর ২টায় সংসদ ভবনের শপথ কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এবং সভাপতিত্ব করেন চিফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। বিকেল সাড়ে ৪টায় পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে মতবিনিময় সভা এবং শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ। সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি। আরও উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।
অনুষ্ঠানে আঞ্চলিক পত্রিকার স্বত্বাধিকারী, কর্ণধার ও সম্পাদকদের মধ্যে দৈনিক মাথাভাঙ্গার প্রকাশক ও সম্পাদক সরদার আল আমিনের পক্ষে উপস্থিত থেকে ক্রেস্ট গ্রহণ করেন মাথাভাঙ্গার ঢাকা প্রতিনিধি মনসুর আহম্মেদ।