চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী এলাকার আ.লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এমপি টগর

 

বিরোধী দলের নৈরাজ্যকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ইফতার করেছেন এমপি আলী আজগার টগর। গতকাল শনিবার বিকেলে দর্শনা পুরাতন বাজারস্থ নিজ বাড়িতে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, বাংলাদেশ আ. লীগ জন্মলগ্ন থেকেই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। অকুতোভয় নেতা বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তে ভেজা এ দলটি আপামর জনতার হৃদয়ের মণি কোটায় স্থান করে নিয়েছে। এ দেশের মানুষ যার প্রমাণ দিয়েছে পরপর দুটি জাতীয় নির্বাচনে। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে উন্নয়নমূলক কার্যক্রম চলছে। তাই বঙ্গবন্ধুর প্রাণের এ সংগঠনটিকে সুসংগঠিত রাখতে সকলকে নিষ্ঠার সাথে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। আ.লীগ সরকারের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত জোট উঠে-পড়ে লেগেছে তা নস্যাৎ করতে। তারা নানা অপপ্রচারের মধ্যদিয়ে স্বাধীনতা বিরোধীদের বিচার কার্যাক্রম বাধাগ্রস্ত করার পাঁয়তারা চালিয়েও ব্যর্থ হয়েছে। যতো বাধা দেয়ার চেষ্টা করুক দেশ ও জনগণের স্বার্থে এ সরকার কাজ করবেই। তাই আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীপ্ত শপথ নিই, স্বাধীনতা বিরোধী অপশক্তি ও বিরোধী দলের আরাজকতাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার। চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- জীবননগর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ অমল। আরো আলোচনা করেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নেতা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, খলিলুর রহমান ভুট্টো, নজির আহম্মেদ, রফিকুল আলম রান্টু, আ. মোমিন মাস্টার, ইয়াস নবী, শওকত তরফদার, বরকত আলী, মুনতাজ আলী, রেজাউল ইসলাম, আবু তালেব, আবুল হোসেন, উসমান গনি, আলী মুনসুর বাবু, তাহাজ্জত হোসেন, জাহাঙ্গীর আলম, আ. হান্নান, সোহরাব হোসেন খান, রবি বিশ্বাস, জসিম উদ্দিন, জয়নাল, আ. কাদের, শাখাওয়াত, শফিকুল ইসলাম মুক্তার, সিরাজুল ইসলাম, ইনু শাহ, শফিউল কবির ইউসুফ, আবু সাঈদ খোকন, সেলিম উদ্দিন বগা, আবু তালেব, হাফিজুর রহমান, লাকী, বিল্লাল হোসেন, আজাদ হোসেন, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, সাইফুল ইসলাম, আ. রাজ্জাক, ফয়সাল প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, হাফেজ মোকাররম বিল্লাহ।

Leave a comment