মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল সংস্থার উদ্যোগে দরিদ্রদের মাঝে রিকশা বিতরণ

01

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল সংস্থা গত ২৫ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে দরিদ্রদের মাঝে দান স্বরূপ ৪০টি রিকশা বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১। মৃত ইমান আলী ছেলে মো. রমজান আলী ২। মৃত মুলায়েম আলীর ছেলে মো. ইদ্রিস আলী ৩। মৃত নইমুদ্দীনের ছেলে মো. আব্দুল ওহাব ৪। মৃত হাজি মহন উদ্দীনের ছেলে আলী আহম্মদ ৫। মৃত রুস্তম আলী মণ্ডলের ছেলে মো. রহমান আলী মণ্ডল ৬। আলা নবীর শেখের ছেলে মো. কালু শেখ ৭। নরেন দাসের ছেলে শান্তি কুমার দাস ৮। জেলা মিস্ত্রির ছেলে মো. মেহের আলী ৯। মৃত হারান আলী মণ্ডলের ছেলে মো. সাহাদত আলী মণ্ডল ১০। মৃত গোপাল মণ্ডলের ছেলে মো. আব্দুল মান্নান ১১। মৃত সকাতুল্লার মো. হারু ছদ্দীন ১২। মৃত রমজান মণ্ডলের ছেলে মো. সাহেব আলী ১৩। কাদের বকশের ছেলে মো. সেলিম আলী ১৪। মো. আইজাল মণ্ডলের ছেলে মো. আমিরুল মণ্ডল ১৫। মৃত ইদ্রিস আলীর ছেলে মো. হারুন অর রশীদ ১৬। মো. আলী হোসেনের ছেলে মো. লিয়াকত আলী ১৭। মৃত সৈয়দ আলী শেখের ছেলে মো. লিয়াকত আলী ১৮। মৃত আশরাফ মিয়ার ছেলে মো. রেজানুর রহমান ১৯। মো. গোলাম মোস্তফার ছেলে মো. বাদশা মণ্ডল ২০। মৃত আব্দুল মজিদ ছেলে মো. ইমদাদুল হক ২১। মৃত সলেমান মণ্ডলের ছেলে মো. বাবর আলী ২২। মো. আজিম উদ্দীনের ছেলে মো. আব্দুল মতিন ২৩। মৃত শেখ ফয়জুল্লার ছেলে মো. সিরাজুল আলম সিরাজ ২৪। মৃত আলমেস আলীর ছেলে মো. শুকুর আলী ২৫। মো. আব্দুল মালেকের ছেলে মো. রবিউল ইসলাম ২৬। মৃত জব্বার আলীর ছেলে মো. দুসর আলী ২৭। মৃত মানিক শেখের ছেলে মো. নুর ইসরাম ২৮। মৃত আরশেদ মণ্ডলের ছেলে মো. আরফান মণ্ডল ২৯। মৃত আলামিনের ছেলে মো. বুদো শেখ ৩০। মৃত হাবলু শেখের ছেলে মো. জোহর শেখ ৩১। মৃত ইলাহী মণ্ডলের ছেলে মো. জিনারুল ইসলাম ৩২। মো. কাজলের ছেলে মো. মিনারুল ৩৩। মো. রবিউল হকের ছেলে মো. আশাদুল হক ৩৪। মৃত মুন্তাজ আলী শেখের ছেলে মো. হাবিবুর রহমান ৩৫। মৃত কহার আলীর ছেলে মো. নুর ইসলাম ৩৬। মৃত নুর হোসেনের ছেলে মো. সাইদুর রহমান কালু ৩৭। মো. আব্দুল্লার ছেলে মো. আব্দুল মোতালেব ৩৮। মৃত খোদা বক্স মণ্ডলের ছেলে মো. আব্দুর সালাম ৩৯। মৃত মুনসুর আলীর ছেলে মো. রফিক আলী ৪০। মৃত মহিরুদ্দিন মিনুর ছেলে মো. নুর ইসলামদের মাঝে ৪০টি রিকশা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান হাজি মো. আসাদুল হক বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান হযরত আলী। রিকশা বিতরণের পর সংস্থার উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বর থেকে ৱ্যালি চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ করে। রিকশা বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান উপস্থিত রিকশা গ্রহণকারীদের উদ্দেশে বলেন, আপনারাদের মাঝে রিকশাগুলো দান স্বরূপ প্রদান করা হলো। এ রিকশা চালিয়ে সৎ উপার্জন করে সংসারে সুখ ফিরিয়ে আনবেন। আপনারা কেউ রিকশা বিক্রি করবেন না। উল্লেখ্য যে, এ পর্যন্ত সংস্থাটি ৬২টি রিকশা ও ৫টি টিউবওয়েল বিতরণ করলো। আমাদের স্টুডিও’র পক্ষ থেকে অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করা হয়। -বিজ্ঞপ্তি