ফেনসিডিল পাচার মামলার এজাহারভুক্ত আসামি বেগমপুরের সাজাহান গ্রেফতার?
স্টাফ রিপোটার: ফেনসিডিল পাচারের অভিযোগে আলমডাঙ্গা থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার করে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মহব্বত আলীর বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে, মাসখানেক আগে আলমডাঙ্গার তিয়রবিলা ফাড়ি পুলিশের অভিযানে দুশ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার উথলী ইউনিয়নের রতিরামপুরের সালাম। এ সময় কৌশলে পালিয়ে রক্ষা পায় বেগমপুর পূর্বপাড়ার আব্দুল মান্নানের ছেলে এলাকার চিহ্নিত ফেনসিডিল চোরাচালানি সাজাহানসহ চারজন। পুলিশি জিজ্ঞাসাবাদে সালামের স্বীকারোক্তির ভিত্তিতেই থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলার এজাহারভুক্ত তিন নং আসামি সাজাহান। অভিযোগ উঠেছে, গত বুধবার বিকেলে সাজাহানকে গ্রেফতার করেন বেগমপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মহব্বত আলী। গ্রেফতারের পর থেকেই শুরু হয় দরকষাকষি। দীর্ঘসময় ধরে দরকষাকষির এক পর্যায়ে সাজাহানকে ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়েছে। ফেনসিডিল মামলার এজাহারভুক্ত আসামিকে পুলিশ ছেড়ে দেয়ায় নানারকমের প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত এসআই মহব্বত আলীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার জন্য পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।