টিপ্পনী

খবর:(টাউয়ারে চাকরির টোপে দু ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে তিন প্রতারক চম্পট)

 

চাকরি নাকি সোজা জিনিস

ছেলের হাতের মোয়াÑ

কিংবা নাকি পাকা পাকা

তমলা লেবুর কোয়া।

 

পয়সা দিলেই চাকরি মেলে

চাকরি এতোই সোজা,

কে যে কোথায় পড়ছে ধরা

যায় না ততো বোঝা।

 

চাকরি নিলেন টাকা দিয়ে

বেশ বাছাধন বেশ,

আহা মজার বেতন-ভাতা

রাত পোয়াতেই শেষ।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment