দামুড়হুদার বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাকালে এমপি টগর

শিক্ষার মানন্নয়নে বর্তমান সরকার কাজ করছে নিরলসভাবে

 

দর্শনা অফিস: এলাকবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত দাবি পূরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম ইউনিয়নবাসীকে সাথে নিয়ে বড়বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়কে কলেজে রূপান্তরকরণে এমপি টগরের কাছে দাবি তোলেন। অবেশেষে এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো আলোকিত করতে বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ ঘোষণা করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এলাকাবাসীর দাবি পূরণে এমপি আলী আজগার টগরের আন্তরিকতায় বিদ্যালয়টি কলেজে রূপান্তিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ইউপি চেয়ারম্যান ও বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়া আলমের নেতৃত্বে শিক্ষক ও অভিভাবক দর্শনা পুরাতন বাজারস্থ এমপি আলী আজগার টগরের বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় এমপি টগর বলেন, এলাকার ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য এখন থেকে দূরদূরান্তে যেতে হবে না। ঘরে বসে পান্তা খেয়েই তারা ক্লাস করে উচ্চ শিক্ষা নেয়ার সুযোগ পাবে। আ.লীগ সরকার জনগণের উন্নয়নমূলক কাজ করে আসছে। শিক্ষা ব্যবস্থার দিকে সরকারের রয়েছে বিশেষ খেয়াল। শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে নিরলসভাবে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা ওদুদ শাহ কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইউসুপ আলী, আ.লীগ নেতা বরকত আলী, আরশাদ আলী, হযরত আলী, গিয়াস উদ্দিন, তোফাজ্জেল হোসেন, রেজাউল হক, আবুল হোসেন প্রমুখ।